চেঙ্গী দর্পন প্রতিবেদক,আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) : বিদ্যুতের খুঁটি থেকে ছিটকে পড়ে মোঃ কায়ুম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কায়ুমের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশন এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেল স্টেশন এলাকায় নির্মানাধীন নতুন ভবনের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় সে প্রায় ৪০ ফুট উপর থেকে নিচে ছিটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহত যুবক পল্লী বিদ্যুৎ সমিতির কেউ নয়। সে ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগকৃত একজন শ্রমিক।