Breakingরাজনীতিশীর্ষ সংবাদসারাদেশ

আখাউড়ায় তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন আওয়ামীলীগের কাজল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী তাকজিল খলিফা কাজল নির্বাচিত হয়েছেন।


১৫হাজার ১৪৯ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক কাজল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ভোট পেয়েছেন মাত্র ৭৭৮ টি। স্বতন্ত্র প্রার্থী মোঃ নূরুল হক ভ’ঁইয়া ৫৯৫ও শফিকুল ইসলাম পেয়েছেন ২৯২ ভোট।

আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাবে অনুষ্ঠিত নির্বাচনে পৌরসভার ১১টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। পরে রাতে রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান ফলাফল ঘোষণা করেন।

Related Articles

Back to top button