Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

আখাউড়ায় ট্রেনের নিচে বৃদ্ধের মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক,আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া  :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে মোঃ শাহজাহান ভূঁইয়া (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার ( ২৭ মার্চ) বিকাল সাড়ে তিন টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার তিতাস নদীর রেলওয়ে ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শাহজাহান ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুর গ্রামের মৃত ইব্রাহিম ভূঁইয়ার ছেলে।

রেলওয়ের পুলিশ জানায়, বিকালের দিকে রেললাইন ধরে হাঁটতে গিয়ে তিনি ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল আলিম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।

Related Articles

Back to top button