Breakingঅপরাধসারাদেশ

আখাউড়ায় গাঁজাসহ স্বামী স্ত্রী আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছেন পুলিশ। তারা হলেন উপজেলা উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের রোকন উদ্দিনের ছেলে স্বপন চৌধুরী ও তার স্ত্রী ইতি বেগম ।


মঙ্গলবার দুপুরে আটককৃত স্বামী-স্ত্রী দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে রাতে আজমপুর রেলওয়ে রেলওয়ে ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ এই দুজনকে আটক করা হয়।


আখাউড়া থানার ওসি (তদন্ত) মাসুদ আলম চৌধুরী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর রেলওয়ে রেলওয়ে ক্রসিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দ্রæত গতিতে একটি সিএনজি অটো রিকশা চলতে দেখে তাদের সন্দেহ হলে সিএনজি অটো রিকশাটিকে গতিরোধ করে থামানো হয়। এক পর্যায়ে অটো রিকশায় তল্লাশি চালিয়ে ১ কেজি ২ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক ব্রাহ্মণবাড়িয়ার জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে । যে কোন মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।

Related Articles

Back to top button