Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ
অসহযোগ আন্দোলনের ডাকে মিরসরাইয়ে বিএনপির লিফলেট বিতরণ ও গনসংযোগ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম :
অসহযোগ আন্দোলনের ডাকে জনমত তৈরির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছে বিএনপি।
২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার সকালে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ও আবুতোরাব বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও বারইয়ার হাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশগ্রহণ করেন।