Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিশিক্ষা / চিকিৎসাশীর্ষ সংবাদসারাদেশ

অমিক্রন মোকাবেলায় রাঙ্গামাটিতে জরুরী সভা

চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার,রাঙ্গামাটি : করোনার নতুন ধরন অমিক্রন মোকাবেলায় সরকারী নির্দেশনা মোতাবেক কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করতে রাঙ্গামাটিতে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর ২০২২ সোমবার বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া,রাঙ্গামাটি হোটেল মালিক সমিতির যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মোঃ মঈনুদ্দিন সেলিম, পর্যটন বোট সমিতির সহ-সভাপতি মোঃ রমজান আলী, পুরাতন বাস স্টেশন সমিতির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ, প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক মোঃ আবছার প্রমূখ।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন দেশে করোনার নতুন ধরন অমিক্রন বেড়ে যাওয়ায় সরকার দেশের প্রতিটি জেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। সরকারী নির্দেশনা মেনে করোনার নতুন ধরন অমিক্রন পরিস্থিতি মোকাবেলার জন্য সকলকে আহবান জানানো হয়।

Related Articles

Back to top button