Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

অবৈধ মাদক ও চোরাচালান রোধে আইজিপি পুরস্কার পেলেন মানিকছড়ি পুলিশ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি ,খাগড়াছড়ি :
গত সেপ্টেম্বর মাসে খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশ পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, চোরাই হওয়া পিকআপ উদ্ধার ও জড়িত চোর আটক এবং ভারতীয় ওষুধসহ একটি প্রাইভেটকার সহ একজন চোরাই কারবারীকে আটকের ঘটনায় ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ(আইজিপি) কর্তৃক পুরস্কার লাভ করেছেন মানিকছড়ি থানা পুলিশ।

 

১৪ অক্টোবর ২০২৩ ইং শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আইজিপি কর্তৃক মানিকছড়ি থানা পুলিশকে গত সেপ্টেম্বর মাসে পৃথক অভিযানে অবৈধ মাদক ও চোরাচালান রোধ সহ একজন চোরাই কারবারীকে আটকের তিনটি ঘটনায় ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) কর্তৃক মানিকছড়ি থানা পুলিশের পুরস্কার খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিমের হাতে  তুলে দেন।

 

 

বিষয়টি নিশ্চিত করে ও.সি মো. আনচারুল করিম বলেন, মাননীয় আইজিপি মহোদয় চোরাই হওয়া পিকআপ ও ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং ভারতীয় ওষুধ জব্দ ও অপরাধী আটকের ঘটনায় আমাদেরকে আইজিপি পুরস্কারে ভূষিত করায় আইজিপি মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। এই পুরস্কার অর্জনের মধ্য দিয়ে সমাজের অপরাধ দমনে আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন।

Related Articles

Back to top button