Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

অবৈধ অনুপ্রবেশে ভারতের ত্রিপুরায় ৬ বাংলাদেশি আটক

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্তের ওপারে ভারতের সাব্রুমে অনুপ্রবেশের অভিযোগে ৬ বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম থানা পুলিশ।

 

গতকাল ৩০ আগষ্ট ২০২৩ বুধবার দুপুরে ওই বাংলাদেশি ৬ যুবক সাব্রুমে অবৈধভাবে প্রবেশ করে।

 

জানা গেছে, সাব্রুমের ছোটখিল চা বাগান এলাকায় কয়েকজন বাংলাদেশি যুবক অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিক্তিতে সাব্রুম থানা পুলিশের উপপরিদর্শক ধ্রুব মজুমদারের নেতৃত্বে সাদা পোশাকের কয়েকজন পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাংলাদেশি যুবকরা চা বাগানে দৌঁড়াতে থাকে এবং পুলিশ দীর্ঘক্ষণ তাদের পেছনে ধাওয়া করে। একপর্যায়ে ছয় বাংলাদেশি যুবককে আটক করে সাবরুম থানায় নিয়ে যায়।

 

আটককৃতরা রুবেল হোসেন (২১), ইমাম হোসেন (১৮), ইব্রাহিম কোহিলি (২৪), গিলাতলীর মোহাম্মদ রফিক (২৩), মিনার হোসেন (২৩) ও মোহাম্মদ ইসমাইল (২০) আটক সবাই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

 

সূত্র জানায়, বর্তমানে ওই ছয় বাংলাদেশী যুবককের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সাব্রুম থানা পুলিশ।

 

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোঃ আবু বকর সিদ্দিক সাইমুম জানান, ‘ভারতের সাব্রুমে ছয় বাংলাদেশী যুবকের আটকের একটি সংবাদ পেয়েছি। তবে রামগড় বিজিবির আওতাধীন সীমান্ত পথে প্রবেশ করেছে এমন তথ্য আমার কাছে নেই। অত্র ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে আমাদের কড়া পাহারা রয়েছে।

Related Articles

Back to top button