Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানরাজনীতিসারাদেশ

সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন বদ্ধপরিকর ; জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি, বান্দরবান  :
বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সমন অনুষ্ঠিত হবে। আর এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন এবং স্থানীয় জন প্রতিনিধিদের ভূমিকা মূখ্য এছাড়াও সকলকেই নির্বাচন আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান। থানচি উপজেলা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার সকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় উপজেলা পরিষদে মাল্টিপারপাশ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসক বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বান্দরবানের ৭ টি উপজেলা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সুশিল সমাজ, নির্বাচনের অংশগ্রহনকারী প্রার্থী, যানবহন মালিক, রেস্টুরেন্ট আবাসিক মালিক সংগঠন, সাংবাদিক সহ জনপ্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় করেছি।সর্বশেষ থানচি উপজেলা হাজির হয়েছি।

 

জেলা রির্টানিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং,পৌলিং কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, অবাধ, সুস্থ নিরপেক্ষ,অংশগ্রহন মূলক নির্বাচনের জন্য উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর আপনাদের চাহিবা মাত্র পৌছে যাবে। ৭ ই জানুয়ারী একদিনের আপনাদের দায়িত্ব থাকবে নিরপেক্ষ আচারণ কোন প্রকার বিশৃংঙ্খলা দেখা দিলে সাথে সাথে আইন শৃংঙ্খলার বাহিনীকে জানানো ভূলে না যায়।

অনুষ্ঠানের উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোহাম্মদ মামুন সভাপতিত্ব করেন। বান্দরবান জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে জেলার পুলিশ সুপার সৈকত শাহীন, জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন, জেলা সহকারী পুলিশ সুপার( এএসপি) মো: ছালাউদ্দিন,লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ জানায়, থানচি উপজেলায় ১৪ টি ভোট কেন্দ্রের ৪৮টি কক্ষ, ১৪ জন প্রিজাইডিং অফিসার, ৪৮জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৬ জন পোলিং অফিসারসহ মোট ১৫৮ জন এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, আগামী ৭ জানুয়ারী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমায় ১৪টি ভোট কেন্দ্রে নারী পুরুষ মোট ১৭ হাজার ৬৬৬জন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করা হবে।

Related Articles

Back to top button