Breakingসারাদেশ

লৌহজংয়ে জাটকা সংরক্ষণে র‍্যালি ও পথসভা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, লৌহজং ,মুন্সিগঞ্জ  :
‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন’ প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও পথসভা হয়েছে।

১ এপ্রিল ২০২৩ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সরকারি লৌহজং কলেজ মাঠ থেকে উপজেলা ভূমি অফিসের সামনে পদ্মাপাড় পর্যন্ত র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে পদ্মাপাড়ে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলামের সঞ্চালনায় ও ইউএনও মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে পথ সভায় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন ও মাওয়া নৌ পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় ৩০০ জেলে হাত তুলে জাটকা না ধরার অঙ্গীকার করেন।

Related Articles

Back to top button