Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে সপ্তাহব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন

চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : সেনাবাহিনীর ২৬ রেজিমেন্ট আর্টিলারী লক্ষীছড়ি জোন কমান্ডার , লেঃ কর্ণেলঃ মোঃ রাশেদুজ্জামান রাশেদ, বলেছেন , মহামারী করোনার সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী গরিব,অসহায়দের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে খাদ্য সামগ্রী বিতরনসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিঁনি বলেন, আগামী সপ্তাহজুড়ে জোনের দায়িত্বরত বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে এবং সহায়তার এ ধারা অব্যাহত থাকবে ।

সোমবার (৩ মে) গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে লক্ষীছড়ি উপজেলার প্রায় অর্ধশত অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ ও তেল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন কালে প্রধান অতিথির বক্ততব্যে তিঁনি এসব কথা বলেন।

এসময় লক্ষীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর রিসালাত, মেজর আসফাক,ক্যাপ্টেন নাহিদ,ক্যাপ্টেন মাহিন, ক্যাপ্টেন মইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button