Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

রামগড়ে শুরু হলো শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট

চেঙ্গী দর্পন প্রতিবেদক , রামগড় , খাগড়াছড়ি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর। ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে শুরু হয়েছে ‘শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট-২০২২।’

১২ অক্টোবর ২০২২ বুধবার বিকালে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে রামগড় উপজেলা ক্রিড়া সংস্থা আয়োজনে বিভিন্ন জেলা-উপজেলার ১২টি দলের দেশ-বিদেশী খেলোয়াডদের অংশ গ্রহণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিজিবি ৪৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার ফুটবল এসোশিয়েশানের সভাপতি ফজলুর করিম সাইদী , রামগড় সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল লতিফ, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক প্রমুখ।

উদ্বোধনী খেলার প্রথম দিনে নির্ধারিত সময়ে রামগড় উপজেলা একাদশ বনাম শেখ জামাল ক্লাব কক্সবাজার এর মধ্যে অনুষ্ঠিত খেলায় শেখ জামাল ক্লাব কক্সবাজার ৩-০ গোলে রামগড় উপজেলা একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

Related Articles

Back to top button