Breakingখাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড়ে নির্মানাধীন একটি মসজিদের ছাদ থেকে পড়ে মো: রাজু নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারী) বিকেল ৪টার সময় রামগড় পৌরসভার ফেনীরকুল নুরুল কোরআন ইসলামী একাডেমী মাদ্রাসার ভেতর মসজিদের জন্য নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত মো: রাজু (৩২) ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের ইসলামাবাদ এলাকার মোহাম্মদ শাহ জাহানের ছেলে।

মসজিদ কমিটির সভাপতি সাহাব উদ্দিন জানান, বিকেল পর্যন্ত অন্যান্য শ্রমিকের সঙ্গে মসজিদের নির্মাণ কাজে যোগ দেন রাজু। এ সময় মসজিদের দ্বিতীয় তলার নির্মাণ কাজ করতে তিনি ছাদে ওঠেন। এক পর্যায়ে অসাবধানতা বশতঃ পা পিছলে নিচে পড়ে যায় । পরে সহযোগীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: নরেন চৌধুরী মৃত ঘোষনা করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, স্বজনরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। কোনও অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

Related Articles

Back to top button