Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের ব্রিকফিল্ডে যৌথ অভিযান

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি : হাইকোর্টের নির্দেশনা প্রতিপালন না করে ব্রিকফিল্ড পরিচালনা করায় ২২ এপ্রিল ২০২২ শুক্রবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পৌরসভাস্থ‍ হাতিয়া পাড়া নামকস্থানে SRT ব্রিকস টির সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা সহ চিমনি ও চুল্লি ভেঙ্গে দেয়া হয়েছে।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিয়ে ইট ভাটার আগুন নিভিয়ে দেয়া ও ব্রিকসটি ভেঙ্গে ফেলা হয়। তবে ব্রিকসটির কার্যক্রম ইতিপূর্বে প্রশাসন কর্তৃক সাময়িক বন্ধ করে দেয়া হলেও ব্রিকসফিল্ড মালিকগন পুনরায় কার্যক্রম পরিচালনা করলে অদ‍্য অভিযানে তা স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৃলা দেব।এসময় আরো উপস্থিত ছিলেন মাটিরাংগা পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস ইউনিট।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব বলেন জনস্বার্থে অভিযান অব‍্যাহত থাকবে।

Related Articles

Back to top button