Breakingকৃষিপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

বান্দরবানে পুষ্ঠি খাদ্য উৎপাদনের কৃষি প্রনোদনা পেল ৮২ কৃষক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি, বান্দরবান :
বাড়ী আঙ্গীনায় পুষ্ঠি খাদ্য উৎপাদন প্রধান মন্ত্রী ঘোষনা বাস্তবায়নে জেলার থানচি উপজেলা ৪ টি ইউনিয়নের অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য বিনামূল্যে ৮২ কৃষক পেল পুষ্ঠি খাদ্য উৎপাদনের কৃষি প্রনোদনা ।

২৩ নভেম্বর ২০২২ বুধবার সকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) মো: সাজ্জাদ জাহিদ রাতুল কৃষকদের হাতে কৃষি প্রনোদনা তুলে দেন।

অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্হাপন প্রকল্পের আওতায় অস্বচ্ছল, হত দরিদ্র, সাধারন কৃষক যাছাই বাছাই মাধ্যমে ১৬ প্রকারের বিভিন্ন শাক সবজি বীজের প্যাকেট ,২৫ কেজি জৈব সার,বীজ রাখা পাত্র ১টি করে ঝাঝরী,গরু ছাগল হতে রক্ষার্থে জমি ঘেড়াও প্রয়োজনীয় নেট, ৬ প্রকারের ফল গাছের চারা বিনা মূল্যে বিতরন করা হয়েছে।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মুজাহিদ হোসেন, কৃষি বিভাগের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত, কৃষি বিভাগের সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষক কিষাণী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button