Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়িতে এ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারন করে দিল উপজেলা  প্রশাসন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম : ফটিকছড়িতে চট্টগ্রাম শহর গামী এম্বুলেন্সের ভাড়া নির্ধারন করে দিল উপজেলা প্রশাসন। 

৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপরে নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি -র সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যালয়ে  জরুরী  বৈঠকে ভাড়া নির্ধারণ করা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসিযুক্ত এম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮  টাকা। নন এসি ১ হাজার ৭শ টাকা। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে যেতে  ২ হাজার ২ শত টাকা এবং নন এসি এম্বুলেন্সের ভাড়া  ২ হাজার ১ শত  টাকা নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন এম্বুলেন্স অতিরিক্ত ভাড়া দাবী করলে প্রশাসনকে অবহিত করতে অনুরোধ জানান নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি ।

এতে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাবিল চৌধুরী , স্থানীয় জনপ্রতিনিধি ও বেসরকারি ক্লিনিক মালিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ ।

উল্রেখ্য স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে রোগীদের অসহায়ত্ব পুজি করে এম্বুলেন্সের  অতিরিক্ত ভাড়া আদায় করে রমরমা বানিজ্য করে  আসছিল। সম্প্রতি বিষয়টি সম্পর্কে অবহিত হয়ে দ্রূত ব্যবস্থা নেন উপজেলা প্রশাসন।

Related Articles

Back to top button