Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

প্রবারণা পূর্ণিমার সন্ধ্যা রাতে ফানুসে আলোকিত মানিকছড়ির আকাশ

চেঙ্গী দর্পন প্রতিবেদক , মানিকছড়ি , খাগড়াছড়ি  :
বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১০১টি বৌদ্ধ বিহারে গংখাং ছিমিং (ফানুস বাতি) বা ঢোল বাতি উড়িয়ে ও হাজার তৈল প্রদীপ প্রজ্বলন করে অশুভ শক্তিকে দূরে সরিয়ে ধর্মের নতুন পথের সূচনা প্রত্যাশা করছে বৌদ্ধ দায়ক-দায়িকা ও ভক্তরা।

 

উপজেলার সবচেয়ে পুরোনো বৌদ্ধ বিহার মংরাজ বাড়ির ‘রাজ জেতবন বৌদ্ধ বিহার’ সহ উপজেলার ১০১ টি বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমাতে ২৯ অক্টোবর ২০২৩ রোববার সন্ধ্যার পর পর ফানুস বাতি বা ঢোল বাতি ওড়ানো কার্যক্রম শুরু হয়।

 

সন্ধ্যা ৭টায় প্রাচীনতম’ রাজ জেতবন বৌদ্ধ বিহারে’ ফানুস বাতি উত্তোলন ও হাজার তৈল প্রদীপ প্রজ্বলন উদ্বোধনের পর উপজেলার গোদার পাড়স্থ আন্তর্জাতিক ভাবণা কেন্দ্র, ধর্মঘর বৌদ্ধ বিহার, বড়বিল সারিপুত্রা বৌদ্ধ বিহার, তিনটহরী নামার পাড়াসহ শতাধিক বিহারে ধীরে ধীরে গংখাং ছিমিং (ফানুস বাতি) উত্তোলনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা শুরু করেন বৌদ্ধ ধর্মালম্বীরা।

Related Articles

Back to top button