Breakingখাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়ি চেঙ্গী নদীর পানিতে ডুবে ভাই বোন সহ ৩ শিশুর মৃত্যূ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি: জেলার পানছড়ি উপজেলার কলেজ গেইট এলাকায় চেঙ্গী নদীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বরন করেছে খবর পাওয়া গিয়াছ। ২৮ জানুয়ারী শুক্রবার ১ টার দিকে এ ঘটনা ঘটে।

পানছড়ি ফায়ার সার্ভিস স্টেশানের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরমান উদ্দিন জানান, কলেজ গেইট বৌদ্ধ মন্দির এলাকায় চেঙ্গী নদীতে পানিতে শিশু পড়ার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিই। এবং শিশুদের উদ্ধার করে হাসপাতালে পৌছাই। দায়িত্বরত চিকিৎসক আকতারুজ্জামান জানান, হাসপাতালে আসার আগেই শিশুদের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও মৃতের পারিবারিক সুত্রে জানা যায়, রাবার ড্যামের কারণে নদীতে এখন পানি বেশী। নদীর পাড়ে খেলতে গিয়ে শিশু পিবির চাকমা (২বছর) পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে হয়ত তারা পানিতে ডুবে মারা যেতে পারে।

মৃত শিশুরা হলো উপজেলার সদর ইউনিয়নের কলেজ গেইট এলাকার সত্যধন পাড়ার পুর্নসাধন চাকমা ছেলে পিবির চাকমা ও মেয়ে প্রজ্ঞা চাকমা (পরসা) (১১) ও সুপন চাকমার মেয়ে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ঝরঝরি চাকমা (১৩)। পানিতে ডুবে শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বয়ে চলছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনচারুল করিম জানান, পানিতে ডুবে শিশুরা মারা যাওয়ায় এলাকাবাসী হাসপাতালে হট্টগোল করার চেষ্টা করে। মৃতদেহ তাদের আত্বীয় স্বজন নিজ বাড়ীতে নিয়ে গেছেন। পুলিশ পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে হাসপাতালে পুলিশ মোতায়েন করা আছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

Related Articles

Back to top button