Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি :  উদ্বাবনী জয় উল্লাসে স্মার্ট বাংলাদেশ শ্লোগানে পানছড়ি উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে।

১৬ নভেম্বর ২০২২ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্য র‌্যালী শেষে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ ফিতা কেটে মেলা উদ্বোধন করেন।

নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাগন ডিজিটাল উদ্ভাবনী মেলার স্টল সমুহ পরিদর্শন করছেন

এ সময় উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাগন ডিজিটাল উদ্ভাবনী মেলার স্টল সমুহ পরিদর্শন করেন।

মেলায় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, থানা তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জয়নাথ দেব, সাধারন সম্পাদক বিজয় কুমার দেব, সহকারী প্রোগ্রামার বাবলী খীসা, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা ,আহির উদ্দীন, আনন্দ জয় চাকমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

ডিজিটাল উদ্ভাবনী মেলায় পানছড়ি থানা, সমাজ সেবা, দুর্যাগ ও প্রকল্প বাস্তবায়ন অফিস , ভুমি অফিস, নির্বাচন অফিস, কৃষি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা অফিস,মাধ্যমিক শিক্ষা অফিস, সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সোনালী ব্যাংক,পল্লী উন্নয়ন বোর্ড, পল্লী সঞ্চয় ব্যাংক, কৃষি ব্যাংক, পোষ্ট অফিস, খাদ্য অফিস, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, ইপসা ,ব্র্যাক,আইডিএফ,পদক্ষেপ, উন্মুক্ত উদ্ভাবক গন নিজ নিজ দাপ্তরিক ডিজিটাল সেবা সমুহ উপকারভোগীরা কি ভাবে পেতে পারে তা প্রর্দশন করে।

মেলা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে এক উদ্ভোধনী সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তগন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button