Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে করোনা সংক্রমন আবারো বাড়ছে

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়িতে করোনা সংক্রমন আবারো বাড়ছে। গত অক্টোবর ২০২১ এর পর চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে আবারো আক্রান্তের সংখ্য বেড়ে যাচ্ছে।

পানছড়ি হাসপাতাল সুত্রে জানা যায়, সর্বশেষ ১২ অক্টোবর ২০২১ ১জন করোনা সংক্রমন পজেটিভ সনাক্ত ১ জন পাওয়া গিয়েছিলো আবার চলতি মাসে ১৮ তারিখে ৪ জনের নমুনা সংগ্রহ করে ৩ জন ,এমনি ভাবে ১৯ তারিখে ৪ জনে ৩ জন, ২০ জানুয়ারীতেও ৪ জনে ৩ জনের পজেটিভ পাওয়া গিয়াছে।

পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা জানান, করোনা সংক্রমন কিছুদিন স্থিতিশীল থাকার পর সংক্রমন এখন উধ্বমুখী রয়েছে। গত তিন দিনেই ১২জনের নমুনা সংগ্রহে করোনা সনাক্ত হয়েছে ৯ জন। তবে পানছড়িতে মোট জনসংখ্যার ৬০% টিকা নিয়েছেন। সবাইকে টিকার আওতায় আনার লক্ষ্যে প্রচার প্রচারণার মাধ্যমে আমরা প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে মাইক্রোপ্লান অনুযায়ী জন্ম নিবন্ধন ও এনআইডি অনুযায়ী ১৮ বছরের উধ্বে বয়স্কদের করোনা ভ্যাকসিন প্রদান করে আসছি। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের ১২ বছর থেকে ১৭ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ফাইজার টিকা প্রদান এখনো চলমান আছে।

তিনি আরোও বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে । জনসমাবেশ এড়িয়ে চলাই ভালো। সবাইকে দ্রুত করোনা টিকা নিতে হবে। ওমিক্রন খুব দ্রুত ছড়ায়। তাই যারা টিকা নেয়নি তাদের মধ্যে এটা দ্রুত ছড়ানোর আশঙ্কা রয়েছে। যারা টিকা নিয়েছেন তাদের তেমন ক্ষতি করতে পারেনা। আগামী মাসের মধ্যে ধারাবাহিকভাবে বোষ্টার ডোজ দেওয়া হবে।

Related Articles

Back to top button