Breakingপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

দীঘিনালায় সাজেক সড়কে ধ্বসে যাওয়া সেতুর পাশেই সেতু বানালো সেনাবাহিনী

চেঙ্গী দর্পন , স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
দীঘিনালায় সাজেক সড়কে ধ্বসে যাওয়া মাইনি সেতুর পাশেই খুব দ্রুত সময়ের মধ্যেই আরেকটি অস্থায়ী সেতু নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন বিভাগের ২০ ইসিবি।

১১ মার্চ ২০২৩ শনিবার বিকালে বিকল্প এই সেতু দিয়ে সকল ধরনের যান চলাচল শুরু করেছে।


খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন মাহি বলেন, শনিবার দুপুরে জানতে পারলাম বিকল্প ব্রিজের নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। বিকেল নাগাদ যান বাহন চলাচল করতে পারবে। নিঃসন্দেহে, এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনীর নিরলস ও আন্তরিক প্রচেষ্টার উদাহরণ সমূহের একটি মাত্র।

প্রসঙ্গত, গত মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীর ওপর বেইলি সেতু ভেঙে একটি পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে যায়। এতে দীঘিনালা-সাজেক ও বাঘাইছড়ি সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সাজেকে আসা পর্যটকবাহী পিকআপ এবং ছোট গাড়ি বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে পারলেও চরম দুর্ভোগে পড়ে দূরপাল্লার যাত্রীরা। গাছ-বাস বোঝাই ট্রাক, পাথরবাহী ট্রাক, কাচামাল বাহী অনেকগুলো গাড়ি আটকা পড়ে সেতুর উভয় প্রান্তে।

Related Articles

Back to top button