Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

ইপসা সম্মৃদ্ধি কর্মসূচির আয়োজনে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি , খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে দুর্গম এলাকার অসহায়দের মাঝে ইপসা সম্মৃদ্ধি কর্মসূচির আয়োজনে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

১৮ ডিসেম্বর ২০২২ রবিবার সকালে ইপসা পানছড়ি শাখা অফিসে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা।

এ সময় অন্যান্যদের মধ্যে চক্ষু ক্যাম্প সমম্বয় কারী জসিম উদ্দিন সবুজ, চক্ষু চিকিৎসক ডাক্তার শুভ চক্রবর্তী, সমৃদ্ধি কো অর্ডিনেটর খোকন চাকমা, সমাজ উন্নয়ন কর্মকর্তা শুভ্র জ্যোতি চাকমা,মাঠ পর্যায়ের স্বাস্থ্য ভলান্টিয়ার ও উপকারভোগী ২ শতাধিক চক্ষু রোগী উপস্থিত ছিলেন।

 

সমম্বয় কারী জসিম উদ্দিন সবুজ জানায়, সেবা গ্রহনকারীরা বিনামুল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ- চশমা , পরামর্শ পাবেন । তাছাড়াও জটিল ও চোখে ছানি পড়া রোগীদের সনাক্ত করে চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতালে অপারেশনের মাধ্যমে সেবা প্রদান করা হবে।

 

সেবা গ্রহন করতে আসা আব্দুল মতিন , সেবিকা চাকমা সহ অনেকেই জানান, উপজেলায় চক্ষু চিকিৎসক নাই । চোখের কোন সমস্যা হলে সদরে গিয়ে টাকা দিয়ে সেবা নিতে হয়। ইপসা-র আযোজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় চক্ষু চিকিৎসা নিতে পারায় অর্থ – সময় দুটোই সাশ্রয় হল।

Related Articles

Back to top button