Breakingঅপরাধসারাদেশ

হালদা নদীতে ইঞ্জিনচালিত চারটি নৌকা ধ্বংস

চেঙ্গী দর্পন প্রতিবেদক হাটহাজারী : দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত চারটি নৌকা ধ্বংস ও এক ট্রাক বালু জব্দ করা হয়।

আজ মঙ্গলবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে নৌকা ধ্বংস ও বালু জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন। হালদা নদীর মা মাছ, জীববৈচিত্র ও ডলফিন রক্ষায় হাটহাজারী উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, হালদা এখন কেবল হালদা নদী নয়। এটি এখন বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ। অথচ এখনও এ নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন এবং ইঞ্জিনচালিত নৌকা চলাচল করা হচ্ছে। এটি কোনোভাবেই উচিত নয়।

Related Articles

Back to top button