Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক,রামগড় (খাগড়াছড়ি) : অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে খাগড়াছড়ির রামগড়ে এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ অক্টোবর) বেলা ১২টার সময় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের পিলাকঘাট সংলগ্ন অন্তুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রামগড় পৌরসভার বল্টুরাম টিলা গ্রামের মুসলিম মিয়ার ছেলে মো: সেলিম কে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১১ ধারা লঙ্ঘনের দায়ে অপরাধীকে এ অর্থদণ্ডে দন্ডিত করা হলো। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button