Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানরাজনীতিশীর্ষ সংবাদসারাদেশ

বান্দরবানে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ জালভোট দিতে গিয়ে আটক-২

চেঙ্গী দর্পন প্রতিবেদক : লামা (বান্দরবান) থেকে ॥ কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে চলছে বান্দরবানের লামা পৌরসভা নির্বাচন। আজ (শনিবার) ঠিক সকাল আটটায় পৌরসভার নয়টি কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ । বিগত কয়েকটি নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারে খড়া দেখা গেলেও এবারের নির্বাচন পুরোপুরি ভিন্ন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ও বৃদ্ধ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। তরুন ভোটারদেও উপস্থিতিও লক্ষনীয়। দুপুর বারটার পর থেকে পুরুষ ভোটাররাও ভোট কেন্দ্র মুখি হয়েছেন।

এদিকে পৌরসভার নয় নাম্বার ওয়োর্ডে শিলের তুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর একটার দিকে অন্যের ভোট দিতে গিয়ে আটক হন মো. আলমগীর হোসেন (৪৫)। তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এরআগে বেলা বারটার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডে জালভোট দিতে গিয়ে আটক হন আব্দুর রহিম (৩০) নামের এক যুবক। তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দুপুর বারটার পর পৌরসভার ৩ নং ওয়ার্ডের লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমান আদালতে একজনকে ৫হাজার টাকা জরিমানা করার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষনিক তার পরিচয় জানা যায়নি।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রেজাউল করিম জানান, দুপুর একটা পর্যন্ত পৌরসভার নয়টি কেন্দ্রে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে আশি শতাংশেল বেশি ভোট কাস্ট হবে।

তিনি বলেন, বেলা সাড়ে দশটার পর দুই/একটি কেন্দ্রের বাহিরে বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। তবে শান্তিপূর্ণভাবেই বোট গ্রহণ চলছে। স্টাইকিং ফোর্সসহ আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিকে লড়ছেন তিনজন মেয়র প্রার্থী। অপরদিকে পৌরসভার আটটি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ৩৫জন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত মো. জহিরুল ইসলাম, বিএনপির মো. শাহীন ও জাতীয় পার্টির এটিএম শহীদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একই ভাবে সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন পুরুষ এবং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৯জন প্রার্থী রয়েছে। লামা পৌর এলাকায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৮৯ জন।

Related Articles

Back to top button