Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক , পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : জেলার পানছড়ি উপজেলার মোহাম্মাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৪ জানুয়ারী ২০২১ বৃহস্পতিবার সকালে মা সমাবেশে মা ও শিশু স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন দিক তুলে ধরেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা ও ডাক্তার মিজ নিবুলা চাকমা।
প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, মিজ বাসন্তি চাকমা সংসদ সদস্য ৩০৯ আসন, অন্যান্যদের মধ্যে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ তৌহিদুল ইসলাম, লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন ( LEAN) প্রকল্পের জেলা ম্যানেজার নিখিল চাকমা, জেলা সমম্বয়ক (লীন) হ্যাপী দেওয়ান, উপজেলা কো অর্ডিনেটর (লীন) ডরথী চাকমা,আলো প্রিয় চাকমা প্রজেক্ট ম্যানেজার,শ্বাসতী দেওয়ান টেকনিক্যাল অফিসার (লীন) ইউপি সদস্য পল্লী চিকিৎসক মতিউর রহমান স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ স্বাস্থ্য খাতে অনেক উন্নতি করেছে। পোলিও ও ধনুষ্টংকারের মতো রোগ বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। তাই গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করার মধ্য দিয়ে মাতৃ ও শিশুমৃত্যু রোধে কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে বর্তমান সরকারের ভূমিকা অপরিসীম। এ ক্ষেত্রে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। গণমাধ্যমকর্মীদের ভূমিকা আছে। আপনাদের মাধ্যমেই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যবার্তা পৌঁছে দিতে পারি। আসুন আমরা প্রত্যেকের সচেতনতার মাধ্যমে দেশের স্বাস্থ সেবাকে আরোও  একদাপ এগিয়ে নিই।


মা সমাবশ শেষে চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ প্রিন্সিপাল কিরন চাকমার সভাপতিত্বে প্রধান অথিতি মহিলা এমপি বাসন্তি চাকমা উপস্থিত থেকে চাঙমা লেখা সার্টিফিকেট কোর্সের সার্টিফিকেট বিতরন করেন। সেখানে অন্যান্যদের মধ্যে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, কিরন ত্রিপুরা,কালা চাঁদ চাকমা, শিক্ষক,জ্ঞান প্রভাত তালুকদার , স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Related Articles

Back to top button