Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে ভিডিপি -র -দুঃস্থ সদস্যদের মাঝে মহাপরিচালকে -র মানবিক সহায়তা প্রদান

মো. ইসমাইল,চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলার পানছড়িতে মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে উপজেলা আনসার ও ভিডিপির সহযোগিতায় ভিডিপি -র প্রত্যেক ইউনিয়নের গরীব ও দুঃস্থ সদস্যদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে মানবিক সহয়তা প্রদান করা হয়।

০৯ এপ্রিল (রবিবার) সকাল দশটায় পানছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে ৫০ জন ভিডিপি সদস্যদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

এময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো:সাব্বির হোসেন, প্রশিক্ষিকা টুনি দেওয়ান, এপিসি সুবেদ আলী, ইউনিয়ন দলনেতা- দলনেত্রী ও অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button