Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে তিন দিনের পশুপালন সম্পর্কিত প্রশিক্ষণ সম্পন্ন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়ি বাড়িতে মুক্ত অবস্থায় উন্নত পদ্দতিতে দেশী মুরগী ও ব্যবসা পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে তিন দিনের পশুপালন সম্পর্কিত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

পার্বত্য জেলা পরিষদের আওতায় লিডার শিপ টু এনশিউর এড -ই- কুয়েট নিউট্রিশান প্রকল্প (লীন) ও আইডি এফ -এর সহযোগীতায় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ২৩-২৫ নভেম্বর ২০২১ তিন দিনের পশুপালন সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার বিকালে তিন দিনের পশুপালন সম্পর্কিত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণে পানছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা ও উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা নাছির উদ্দিনপ্রাণী সম্পদ তৈরী ও পালন সম্পর্কিত এবং লীন প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটিটর স্বর্ণা চাকমা ব্যবসা উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।


এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন সময়ে লিডার শিপ টু এনশিউর এড -ই- কুয়েট নিউট্রিশান প্রকল্প (লীন)-এর জেলা টেকনিক্যাল কো- অর্ডিনেটর (ইউনাইটেড পারপাস) শাশ্বতী দেওয়ান, জেলা কো -অর্ডিনেটর ( হেলভেটাস) মাজহারুল ইসলাম, আইডিএফ প্রকল্পের জেলা ফাইনান্সিয়াল অফিসার মাকসুদুর রহমান , উপজেলা লীণ প্রকল্পের কো অর্ডিনেটর ডরোথী চাকমা উপস্থিত ছিলেন।

জেলা কো- অর্ডিনেটর ( হেলভেটাস) মাজহারুল ইসলাম বলেন, প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের বাড়ীতে কিভাবে উন্নত প্রযুক্তিতে পশু পালন করে অর্থনৈতিক সচ্ছলতা সহ পুষ্টির যোগান বাড়ানো যায় তা নিয়ে এলাকা ভিত্তিক প্রশিক্ষণ চলমান থাকবে। একই সাথে এলাকার অর্থনৈতিক মুক্তি সহ পুষ্টির ঘাটতি মেটানো সম্ভব হবে।

Related Articles

Back to top button