Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে অতি দরিদ্রদের কর্ম সংস্থান কর্মসুচির কাজের উদ্ভোধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি : জেলার পানছড়িতে ২০২১-২২ অর্থ বছরের প্রথম পর্যায়ে অতি দরিদ্রদের কর্ম সংস্থান কর্মসুচি প্রকল্পের কাজের উদ্ভোধন করা হয়।

৮ ডিসেম্বর ২০২২ শনিবার দুপুরে সুতকর্মা পাড়ায় উপজেলা নির্বাহি কর্মকর্তা রুবাইয়া আফরোজ উক্ত কাজের উদ্ভোধন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে সুতকর্মা পাড়া মেইন সড়ক হতে টিটু চাকমার বাড়ি হয়ে চিকইন্যা চাকমার বাড়ি পর্যন্ত নতুন সড়ক সড়ক নির্মানে ৫২৮ পরিবারের চলাচলের ব্যবস্থা করা হয়।

উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় চাকমা জানান, মেইন সড়ক থেকে শান্তি পুর উপর পাড়ায় পায়ে হাটা রাস্তাটি সংস্কার করে গাড়ি – ভ্যান চলাচল উপযোগী করার লক্ষে এ কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। এতে গ্রামের সাধারণ জনগন মাথায় বহন করে কাঁচা মাল ও তাদের উৎপাদিত ফসল মেইন সড়কে আনতে হতো। এখন রাস্তাটি নির্মান হলে প্রায় ৬০০ পরিবার সুবিধা ভোগ করতে পারবে।

এ সময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় চাকমা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও স্থানীয় অসহায় শীতার্তদের মাঝে ৪০টি কম্বল বিতরন করা হয়।

Related Articles

Back to top button