Breakingশিক্ষা / চিকিৎসাশীর্ষ সংবাদসারাদেশ

তাড়াইলে জন সচেতনতা বাড়াতে প্রশাসনের মাইকিং

চেঙ্গী দর্পন প্রতিবেদক, তাড়াইল, কিশোরগঞ্জ : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জন সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং।

জানা গেছে,২১ শে জানুয়ারি রোজ শুক্রবার বিকেলে উপজেলা সদর তাড়াইল বাজার সহ আশপাশের এলাকায় নির্বাহী অফিসার লুবনা শারমীনের স্বাক্ষরিত সরকারি বিধি নিষেধ জনসাধারণকে জানিয়ে দিতে মাইকিং করা হয় ।

প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার সভা সমাবেশ, বিবাহ অনুষ্ঠান ও ২১ শে জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাছাড়া জন সাধারণের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক পড়তে হবে, মাস্ক পড়া বাধ্যতামূলক বলে নির্দেশ প্রদান করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজে বাঁচুন,অন্যকে বাঁচাতে স্বাস্থ্য বিধি মেনে চলুন।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীন বলেন,করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধি নিষেধ উপজেলাবাসীকে জানানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে ২১ জানুয়ারী ২০২২ শুক্রবার বিকেলে সদর এলাকা সহ আশপাশের এলাকায় মাইকিং করা হয়েছে।

Related Articles

Back to top button