Breakingশীর্ষ সংবাদসারাদেশ

চট্টগ্রামের পারকি সৈকতে বিরল প্রজাতির মৃত কচ্ছপ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারার অন্যতম পর্যটন কেন্দ্র পারকি সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি বিরল প্রজাতির কচ্ছপ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে সৈকতের দক্ষিণ দিকের স্থানীয়দের নজরে আসে কচ্ছপটি। এখনো পর্যন্ত মৃত কচ্ছপটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেই কারোও।

সৈকতে ঘুরতে আসা মঈনুদ্দিন বলেন, আমরা কয়েকজন বন্ধু ঘুরতে যায় সৈকতে। পায়ে হেঁটে চরের দক্ষিণে যাওয়ার সময় মৃত অবস্থায় কচ্ছপটি জোয়ারের পানিতে ভেসে আসতে দেখি। কচ্ছপটির শরীরে কোথাও কোনো আঘাতের চিহৃ দেখা যায়নি। কচ্ছপটির আনুমানিক ৩০ থেকে ৪০ কেজি ওজন হবে।

স্থানীয় বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ বলেন, মৃত কচ্ছটি জোয়ারের পানিতে ভেসে সৈকতে চরে আসার কথা শুনেছি। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে জানাচ্ছি।

এলাকাবাসীরা জানান, মৃত কচ্ছপটি দেখার জন্য আমরা এসেছি এখানে। এটি উদ্ধার করে নিয়ে যাওয়ার কোন তাগিদ নেই কারো। এভাবে পড়ে থাকলে দুর্গন্ধে সৈকতে হাঁটাও যাবে না। স্থানীয়দের অনুমান, কচ্ছপটি সমুদ্রের পানিতে মারা গিয়েছে। জোয়ারের পানিতে সেটি ভেসে চলে এসেছে সৈকতের চরে।

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানান, এটা কোন প্রজাতের কচ্ছপ চোঁখে না দেখে বলা যাচ্ছে না। জাহাজের আঘাত বা জেলেদের জালে আটকে মারা যেতে পারে কচ্ছপ। তবে অনেক সময় বিষক্রিয়াও মারা যায় কচ্ছপ। এবিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, সৈকত চরে মৃত কচ্ছপটির বিষয়ে আমি এক্ষুণি বনবিভাগকে জানাচ্ছি এবং স্থানীয় চেয়ারম্যানকে সাথে নিয়ে একটা ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button