Breakingঅপরাধপার্বত্য অঞ্চলবান্দরবান

গর্জনিয়ায় বন বিভাগের জমিতে একের পর এক অবৈধ স্থাপনা

চেঙ্গী দর্পন প্রতিবেদক,, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) থেকে :: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব থিমছড়ি গ্রামে বন বিভাগের জমি দখলে নিয়ে তৈরি করা হচ্ছে অবৈধ স্থাপনা। এর দেখাদেখি স্থানীয় অনেকে আরও বনভূমি দখলের প্রস্তুতি নিচ্ছে। উজাড় করছে বনের গাছপালা। পাশাপাশি জীব বৈচিত্র্যও ধ্বংস হচ্ছে। পরিবেশের এই বিপন্নতা নিয়ে বন বিভাগ অনেকটা উদাসীন।

৭ এপ্রিল (বুধবার) বিকেলে বাকখালী বন রেঞ্জের আওতাধীন গর্জনিয়ার গিলাতলী বন বিটের পূর্ব থিমছড়ি হরি বরঘোনা পাহাড়ী এলাকা পরিদর্শনে দেখা গেছে- স্থানীয় আব্দু শুক্কুরের সন্তান গোলাম মৌওলা ও রাশেদা বেগম বনভূমি দখল করে তাতে ঘর নির্মাণ করছে। অথচ তাদের আগের একটি ঘর ভেঙে দিয়েছিলো বনকর্মীরা। এখন সুযোগ পেয়ে আবারও নতুনভাবে নির্মাণ করছে।

স্থানীয় সূত্র জানিয়েছে- গোলাম মৌওলা ও রাশেদা বেগম এক প্রকার হুংকার দিয়ে অবৈধভাবে বনভূমিতে একের পর এক স্থাপনা তৈরী করছে। কেউ প্রতিবাদ করলে তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাঁঘখানী বনরেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার বলেন, বনভূমি থেকে বসতবাড়ি উচ্ছেদে শীঘ্রই অভিযান পরিচালিত হবে।

Related Articles

Back to top button