Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে খাগড়াছড়িতে মহিলা দলের কর্মী সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে রবিবার (২৬ ডিসেম্বর) সকালে সাবেক এমপি -র বাস ভবন বৈঠকের মাঠে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।

খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি,জাতীয় নির্বাহী কমিটির কর্মস্থান বিষয়ক সহ-সম্পাদক,সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে জাতীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহামেদ, যুগ্ম সম্পাদক এডভোকেট শাহানা আক্তার শানু, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,সহ সভাপতি,আবু ইউসুফ চৌধুরী, সাধারন সম্পাদক, এম এন আবছার,জাতীয় মহিলা দলের সহ প্রচার সম্পাদক,লুৎফা খাতুন স্বপ্না, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এ্যাড.মালেক মিন্টু, জেলা সাংগঠনিক সম্পাদক আবদুল রব রাজা প্রমূখ।

কর্মী সম্মেলনে উদ্বোধক আফরোজা আব্বাস বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের গণমানুষের সবচেয়ে একজন জনপ্রিয় নেত্রী। অথচ তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া খুবই অমানবিক। বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। তাকে অবিলম্ভে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার সুযোগ দিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস কর্মী সম্মেলন শেষে খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের কুহেলী দেওয়ানকে সভাপতি ও শাহেনা আক্তারকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

Related Articles

Back to top button