Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

খাগড়াছড়ির জেলা পরিষদের শূন্যপদে পানছড়ি উপজেলা থেকে একজন প্রতিনিধি রাখার জোর দাবি

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি (খাগড়াছড়ি) : পানছড়ি বাসির জোরালো দাবি।পার্বত্য শান্তি চুক্তির সূতিকাগার সীমান্ত শহর পানছড়ি ৷ খাগড়াছড়ির জেলা পরিষদের শূন্যপদে পানছড়ি উপজেলা থেকে একজন প্রতিনিধি রাখার জোর দাবি উঠেছে।

রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের নেতৃবৃন্দ,বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ খাগড়াছড়ির প্রিয় অভিভাবক কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির দিকে তাকিয়ে আছেন। কখন পানছড়ি বাসীর চাওয়া পুর্ণ হবে।

সচেতন মহল মনে করেন,পার্বত্য শান্তি চুক্তির সূতিকাগার সীমান্ত শহর পানছড়ি । শান্তিচুক্তির মাধ্যমে অন্ধকার পাহাড়ে আলোর প্রদীপ জ্বালিয়েছে। মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, রাস্তা-ঘাটের উন্নয়ন এবং সীমান্ত সড়ক নির্মাণ করা হয়েছে। দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো, ইন্টারনেট সেবা পৌঁছনো হয়েছে। এই উন্নয়নে খাগড়াছড়ি জেলা পরিষদে পানছড়ি উপজেলা হতে একজন সদস্য দেওয়া আমাদের এখন সময়ের দাবী। আশাকরি আমাদের প্রিয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা তার প্রতিফলন ঘটাবেন। জনদরদি খাগড়াছড়ির কর্ণধার পানছড়ি বাসিকে নিরাশ ও বঞ্চিত করবেন না।

Related Articles

Back to top button